Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম

 

১। মানবসম্পদ উন্নয়ন

বিকিরণ স্থাপনায় কর্মরত কর্মী, বিকিরণ নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের  জন্য স্বল্প মেয়াদি প্রশিক্ষণ কোর্স, Feedback Workshop এবং দিনব্যাপী জাতীয় সেমিনার আয়োজন করা হয়। বর্তমানে নিম্নলিখিত স্থাপনার ক্ষেত্রে নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়ঃ

ক) ডায়াগনস্টিক রেডিওলজী;

খ) রেডিওথেরাপী;

গ) নিউক্লিয়ার মেডিসিন;

ঘ) ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফী/ নিউক্লিয়ার গেজ/ ওয়েল লগিং ;

) শিক্ষা ও গবেষণা

বাংলাদশে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ র্কতৃপক্ষ ২০১৩ সালে প্রতষ্ঠিতি হয়ছে। উক্ত তারিখ হতে জুন ২০১৭ র্পযন্ত কর্তৃপক্ষে উপর্যুক্ত বিষয়সমূহে সর্বমোট ৫৭টি প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়েছে। এসব কোর্সে মোট ২২৮৪ জন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কর্তৃপক্ষে কর্মরত বিজ্ঞানী/ প্রকৌশলীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষা বিষয়ে নিয়মিতভাবে প্রশিক্ষণের জন্য প্রেরণ করে দক্ষ জনবল তৈরী করা হয়।

 

২। নিবন্ধীকরণ

অথরিটি ভবনে ২৮৭৫ টি বই/ জার্নাল/ দলিলাদির একটি গ্রন্থাগার রয়েছে নিবন্ধীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এ সংক্রান্ত একটি Computerized laboratory system চালু করা হয়েছে।