বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (বাপশনি) আইন-২০১২ ও পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ (পানিবিনি) বিধিমালা-১৯৯৭ অনুযায়ী সকল বিকিরণ স্থাপনা (রেডিওথেরাপী, নিউক্লিয়ার মেডিসিন, শিল্প, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান) এর লাইসেন্স প্রদান;
বিকিরণ সংশ্লিষ্ট যন্ত্রপাতি, বিকিরণ উৎস ও বিকিরণ উৎস পরিবহণে ব্যবহৃত কনেটইনার এর আমদানী/রপ্তানী পারমিট/ NOC প্রদান;
বিকিরণ জনিত দূর্ঘটনা নিয়ন্ত্রণ এবং এর ক্ষতিকর প্রভাব থেকে জনগণ ও পরিবেশকে রক্ষার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান;
দেশব্যাপী বিকিরণ উৎসের জাতীয় নিবন্ধন প্রস্তুতকরণ, সংরক্ষণ ও হালনাগাদ করন;
বিকিরণ স্থাপনাসমূহের বিকিরণ সুরক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা, মান নিশ্চিতকরণ কর্মসূচী ও জরুরী প্রস্তুতি পরিকল্পনা বিশ্লেষণ ও মূল্যায়ন;
দেশের অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ পরিবহনের বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে তদারকি সাপেক্ষে পরিবহন লাইসেন্স এবং এতদসংক্রান্ত সুপারিশ প্রদান;
লাইসেন্স গ্রহণ ব্যতীত বিকিরণ সংশিষ্ট কার্যক্রম পরিচালনা অথবা লাইসেন্সধারী কোন প্রতিষ্ঠান লাইসেন্সে উলেখিত কোন শর্ত ব্যত্যয়ের ক্ষেত্রে আইন ও বিধি বলবৎকরণ;
বিকিরণ উৎস বা তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার, পরিচালনা, রক্ষনাবেক্ষণ বা মজুতকরণের সহিত সম্পর্কিত নকশা, চিত্র, পরিবর্তীত গঠন কাঠামো মূল্যায়নের মাধ্যমে অনুমোদন;
বিকিরণের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্কতা বৃদ্ধির লক্ষ্যে গণ মাধ্যমে প্রাসঙ্গিক তথ্য প্রকাশ এবং সংশিষ্ট সংস্থা, জনগণ এবং মিডিয়ার সাথে যোগাযোগ।