Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুলাই ২০২২

পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড বিভাগ

পরমাণু বিদ্যুৎ চুল্লী 

        পরমাণু বিদ্যুৎ কেন্দ্রর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া

 

ভিশন লাইসেন্স ফি সমুহ
মিশন যোগাযোগ
নিরাপত্তা মুলক কার্যাদি সাম্প্রতিক কার্যাবলী
নিয়ন্ত্রণমুলক কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া জনবল
লাইসেন্সিং ধাপসমুহ প্রকল্পসমূহ
লাইসেন্স আবেদনের ফর্ম  

ভিশনঃ 

পরমাণু গবেষণা চুল্লী এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হতে নির্গত বিকিরণের ক্ষতিকর দিক হতে জনসাধারণ এবং পরিবেশের নিরাপত্তা বিধান করা।

মিশনঃ

আমরা নিউক্লিয় নিযন্ত্রণকারী সংস্থা এবং আমাদের মূখ্য উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের ব্যবহারের জন্য নিউক্লিয়ার উৎস, উৎপাদনকৃত বস্তু এবং বিশেষ নিউক্লিয় পদার্থের লাইসেন্স এবং নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণের স্বাস্থ্য এবং নিরাপত্তা ত্বরান্বিত করণ এবং পরিবেশের সুরক্ষা প্রদান করা।

নিরাপত্তা মুলক কার্যাদিঃ

পরমাণু গবেষণা চুল্লীঃ ইহা ব্যবহৃত হয় গবেষণা পরীক্ষা এবং প্রশিক্ষণের কাজে।

পরমাণু বাণিজ্যিক চুল্লীঃ  পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য।

বস্তু সমুহঃ  চিকিৎসা, শিল্প, ও শিক্ষা কার্যক্রমে নিউক্লিয় বস্তুর ব্যবহার ও স্থাপনা যা নিউক্লিয় জ্বালানী উৎপন্ন করে।

বর্জ্যঃ নিউক্লিয় বস্তু এবং বজ্যের্র পরিবহন, সংরক্ষণ, ডিসপোজাল এবং নিউক্লিয় স্থাপনার কার্যক্রম হতে ডিকমিশনিং।

নিয়ন্ত্রণমুলক কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াঃ

প্রবিধানমালা এবং নির্দেশাবলীঃ

বিধি-বিধান প্রণয়ন

নির্দেশাবলী উন্নতিকরণ

সাধারণ যোগাযোগ

স্ট্যান্ডার্ড উন্নতিকরণ

লাইসেন্সিং:

লাইসেন্সিং

যাচাইকরণ

পরিদর্শন:

পরিদর্শন

কর্মদক্ষতা মূল্যায়ন

বলবদকরণ

অভিযোগ গঠন

তদন্তকরণ

সিদ্ধান্ত গ্রহণঃ

গবেষণা কার্যাদি

ঝুঁকি মূল্যায়ন

কর্মদক্ষতা মূল্যায়ন

উপদেশমূলক কার্যাদি

পূনরীক্ষণ

সিদ্ধান্ত 

তথ্য সংগ্রহায়নঃ

সকল বিষয়াবলী

লাইসেন্সিং ধাপসমুহঃ

পরিবেশগত প্রভাব মূল্যায়ন

সাইট লাইসেন্স

প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণমুলক প্রতিবেদন

কনসট্রাকশন অনুমোদন

চুড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণমুলক প্রতিবেদন

চালনা লাইসেন্স

পযার্য়ক্রমিক বিশ্লেষণ মুলক লাইসেন্স

অতিরিক্ত চালনা লাইসেন্স।

লাইসেন্স আবেদনের ফর্ম:

বিষয় শ্রেনী
পারমানবিক পদার্থের লাইসেন্স খ-শ্রেনী
পরমাণু রিয়্যাক্টর লাইসেন্স চ-শ্রেনী
পরমাণু রিয়্যাক্টর চালক লাইসেন্স প্রোযোজ্য নয়

লাইসেন্স ফি সমুহঃ

শ্রেণী ফি (টাকা) বাৎসরিক নবায়নের ফি (টাকা)
পরমাণু গবেষণা চুল্লী    ১, ৫০,০০০

সাইটিং

১০,০০,০০০  

স্থাপন

৭,৫০,০০০  

চালনা

৭,৫০,০০০  
পরমাণু বাণিজ্যিক চুল্লীঃ   ৩০,০০,০০০

সাইটিং

৩ কোটি  

স্থাপন

২ কোটি  

চালনা

২ কোটি  

 

যোগাযোগ

পারমাণবিক নিরাপত্তা ইউনিট

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

ই-১২/এ, শহীদ সাহাবুদ্দিন সড়ক, 

আগরগাঁও, পোষ্ট বক্স নং- ২৪০, ঢাকা- ১২০৭ 

ফোন: +৮৮০২৮১৮১০১৬

ই-মেইল: head.nsu@baera.gov.bd 

 

প্রকল্পসমূহ

International Atomic Energy Agency (IAEA) and Bangladesh Atomic Energy Regulatory Authority (BAERA) cooperation projects

Technical cooperation project

1. Strengthening of the Nuclear Safety Infrastructure for Nuclear Power Programme in Bangladesh.

Duration: 2014-2015

Objective: To develop a nuclear safety infrastructure for the nuclear power programme in Bangladesh focusing on strengthening the professional capacity of the nuclear regulatory body in compliance with international standards, to meet the national regulatory requirements of the nuclear power programme with particular regard to licensing and inspection systems.

Status: Ongoing

Coordinated research project (CRP)

1. Coordinated research project (CRP) on Benchmarking calibration for low level gamma spectrometry measurements of environmental samples.

Duration: 2008-2013.

Object: Development of experimental calibration approach with prepared standards for gamma spectrometry.

Status: Funding is completed. Research ongoing

 

সাম্প্রতিক কার্যাবলী

 

 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য খসড়া “NPP Site Criteria for Nuclear Installation’’ প্রস্ত্তুত।

·

প্রস্ত্ততকৃত খসড়া “NPP Site Criteria for Nuclear Installation “টি মূল্যায়নের জন্য জাতীয় বিশেষজ্ঞ কমিটির মতামতের আলোকে সমৃদ্ধকরণের কাজ সম্পন্ন হয়েছে।

·

 সাভারস্থ বাপশগপ্র এর ৩ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ট্রিগা র্মাক-২ গবেষনা চুল্লীর Safety Analysis Report (SAR) এ নির্দেশিত Safety Parameter গুলো পূনঃরীক্ষণের জন্য প্রস্ত্ততকৃত চেকলিষ্ট অনুযায়ী পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করণ।

·

গবেষণা রিঅ্যাক্টর ফ্যাসিলিটি হতে প্রাপ্ত RO ও SRO এর লাইসেন্স নবায়ন করা হয়েছে।

·

রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত Site Criteria for the Safety of Nuclear Installations-এর মূল্যায়নের জন্য আইএইএ এর সদর দপ্তর ভিয়েনা, অষ্ট্রিয়াতে BAERA-IAEA-এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বিশেজ্ঞদের মতামতের ভিত্তিতে চুড়ান্তকৃত ‘‘Regulatory Guidance on Site Evaluation for the safety of Nuclear power plant” Report-এর খসড়া প্রস্তত করা হয়।

 

BAERA-IAEA Joint meeting on drafting of "Regulatory Guidance on Site Evaluation of the Safety of NPP" at IAEA HQ, Vienna, Austria

 

রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত Site Criteria for the Safety of Nuclear Installations এর মূল্যায়নের জন্য IAEA–এর বিশেজ্ঞদের মতামতের ভিত্তিতে চুড়ান্তকৃত  ‘‘Regulatory Guidance on Site Evaluation for the safety of Nuclear power plant” Report টি ১৮-২০ ফেব্রুয়ারি/২০১৪ খ্রি. তারিখের  IAEA Pre-SEED Mission কর্তৃক পুণরায় Review করা হয়েছে।

 

BAERA-IAEA Joint Pre-SEED Review Mission on Regulatory Guidance on Site Evaluation for the safety of Nuclear power plant on 18-20 Feb, 2014.

 

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ নিয়ন্ত্রণ (পানিবিনি) বিধিমালা-১৯৯৭ সুষ্ঠুভাবে বাস্তবায়নসহ রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ০৮ (আট) সদস্যের একটি প্রতিনিধিদল ১০-২-২০১৪ খ্রি. হতে ১৩-২-২০১৪ খ্রি. তারিখ পর্যন্ত পাবনা জেলাধীন ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

         
  কর্তৃপক্ষের কর্মকর্তাগণ পাবনা জেলাধীন ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
 

গত ১৭/০৪/২০১৪ খ্রিঃ তারিখে রাশিয়া ফেডারেশনের প্রতিনিধি দলের সাথে এবং পারমাণবিক নিরাপত্তা ইউনিটের মধ্যে RNPP Siting Critria নিয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। 

 

গত ২১/০৫/১৪ তারিখে USNRC এর একদল প্রতিনিধির সাথে মন্ত্রণালয় এবং বাপশনিক-এর মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় ।

  গত ১৮-২০ নভেম্বর ২০১৪ ইং তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) যৌথ উদ্যোগে আইএইএ এর সেফটি এসেসমেন্ট এ্যাডভাইজারী কর্মসূচী Phase-1 এর আওতায় “An Introduction to Safety Assessment for Nuclear Power Programmes" শীর্ষক একটি জাতীয় কর্মশালা ঢাকাস্থ পরমাণু শক্তি কেন্দ্রে  অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চার জন বিশেষজ্ঞ , বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিজ্ঞানীগন সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থার (পরিবেশ অধিদপ্তর, ভূতাত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সিভিল এভিয়েশন) ঊর্দ্ধতন বিজ্ঞানী/গবেষক/ কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সর্বমোট ৫০ জন Participant কর্মশালায় অংশগ্রহণ করেন। 
 

 

 

  “An Introduction to Safety Assessment for Nuclear Power Programmes" শীর্ষক জাতীয় কর্মশালা