Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৮

পারমাণবিক নিরাপত্তা কার্যক্রম

পারমানবিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমঃ

  • তিন (৩) মেগা ওয়াট ট্রিগা মার্ক-২ গবেষণা চুল্লীর লাইসেন্স প্রদান।
  • বিধি মোতাবেক গবেষণা চুল্লীর নিরাপত্তা বিধান ও লাইসেন্স প্রদান্নের লক্ষ্যে পরিদর্শন/ পুনঃপরিদর্শন।
  • নিউক্লীয় পদার্থ এবং বর্জ্যের পরিবহন, সংরক্ষণ, ডিসপোজাল এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহের চালনা হতে ডিকমিশনিং পর্যন্ত নিয়ন্ত্রণ কর্যক্রম পরিচালনা।
  • জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নিউক্লীয় স্থাপনার পরিচালনা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চুক্তি সম্পাদন।
  • মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
  • গবেষণা চুল্লী হতে নির্গত বিকিরণের ক্ষতিকর দিক হতে জনসাধারণ এবং পরিবেশের নিরাপত্তা বিধান।

পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনার প্রক্রিয়াঃ

  • যথাযথ আইন, বিধি প্রণয়ন ও বাস্তবায়ন।
  • লাইসেন্স সংক্রান্ত আবেদনপত্র মূল্যায়ন।
  • প্রাথমিক নিরাপত্তা বিশ্লেষণমূলক প্রতিবেদনসহ বিধি মোতাবেক চাহিত অন্যান্য তথ্যাদি বিশ্লেষণ।
  • পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও প্র্যোজনীয় দিক নির্দেশনা প্রদান।
  • সাইট, কন্সট্রাকসন ও পরিচালনাসহ ভিবিন্ন ক্ষেত্রে লাইসেন্স প্রদান।
  • নিউক্লীয় স্থাপনার পরিদর্শন/পুনঃপরিদর্শন প্রতিবেদন প্রণয়ন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ।
  • নিউক্লীয় স্থাপনার স্থান নির্ধারন, নকশা, নির্মান, কমিশনিং, পরিচালনা, ডিকমিশনিং এবং রিপজিটড়ি বদ্ধকরণে নিউক্লীয় নিরাপত্তা সংক্রান্ত কর্যক্রম গ্রহণ।

পারমাণবিক নিরাপত্তা ও সিকিউরিটি সংক্রান্ত উন্নয়নঃ

  • নিউক্লীয় পদার্থের সেফগার্ড এবং আমদানি-রপ্তানি নিয়ন্রণ।
  • নিউক্লীয় পদার্থ রাষ্ট্রীয় হিসাব ও নিয়ন্ত্রণ পদ্ধতি উন্নয়নে কার্যক্রম গ্রহণ।