Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ August ২০২২

বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা (বিপবনি) বিভাগ

ভূমিকাঃ

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা (বিপবনি) বিভাগ দেশব্যাপী সকল প্রকার বিকিরণ সংশ্লিষ্ট কর্মকান্ড নিয়ন্ত্রণে ভূমিকা পালন করছে। বিকিরণ উৎস ও বিকিরণ সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পরিদর্শন সাপেক্ষে লাইসেন্স প্রদান এর মাধ্যমে এই নিয়ন্ত্রণ মূলক কর্মকান্ড পরিচালিত হয়। বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা (বিপবনি) বিভাগ নিয়মিতভাবে দেশব্যাপী জরীপ/পরিদর্শন/পুনঃ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে যা দ্বারা রেগুলেটরী তথ্য সংগ্রহ করা হয় এবং মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানসমূহের বিকিরণ সুরক্ষা যাচাই করে লাইসেন্স প্রদান করা হয়।

 

প্রধান কার্যাবলীঃ

১) বা প শ নি আইন-২০১২ ও পানিবিনি বিধিমালা-১৯৯৭ অনুযায়ী বিকিরণ স্থাপনাসমূহ (রেডিওথেরাপী, নিউক্লিয়ার মেডিসিন, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক এক্স-রে, শিল্প) এর ব্যবহারিক লাইসেন্স প্রদান।

২) বিকিরণ উৎস ও বিকিরণ সংশ্লিষ্ট যন্ত্রপাতি দেশে প্রবেশ এবং দেশ হতে বহির্গমন এর জন্য  আমদানী/রপ্তানী লাইসেন্স সহ আমদানী/রপ্তানী  পারমিট এবং NOC  প্রদান।

৩) দেশের অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ পরিবহনের বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে পরিবহন লাইসেন্স এবং এতদসংক্রান্ত সুপারিশ প্রদান।

৪) লাইসেন্স প্রদান প্রক্রিয়া সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট আবেদনপত্রসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় তথ্যাদি  গ্রহণ এবং এর করিগরীদিক মূল্যায়ন।

৫) লাইসেন্স প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জরীপ/পরিদর্শন/পুনঃ পরিদর্শন ও উক্ত পরিদর্শনের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুতকরণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ।

৬) বিকিরণ নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রযোজ্য ক্ষেত্রে NOC প্রদান।

৭) বিকিরণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, পোস্টার, ব্রশিউর প্রস্তুতকরণ ।

৮) দেশব্যাপী বিকিরণ উৎসের জাতীয়  নিবন্ধন প্রস্তুতকরণ, সংরক্ষণ ও হালনাগাদ করন।

৯) বিকিরণ সংশ্লিষ্ট কর্মকান্ডে জড়িত ব্যক্তির অস্বাভাবিক ফলাফল এর কারণ অনুসন্ধান।

১০) থেপ্ট/লস্ট/অরফান সোর্সের সনাক্তকরণ, পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ।

১১) লাইসেন্স গ্রহণ ব্যতীত বিকিরণ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা অথবা লাইসেন্সধারী কোন প্রতিষ্ঠান লাইসেন্সে উল্লেখিত কোন শর্ত ব্যত্যয়ের ক্ষেত্রে আইন ও বিধি বলবৎকরণ।

১২) বিকিরণ সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় আইন, বিধিমালা, গাইড লাইন প্রণয়ন।

 

লাইসেন্স ও পারমিটের আওতাধীন যন্ত্রপাতি ও বিকিরণ উৎসঃ

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন-২০১২ এবং পানিবিনি বিধিমালা-১৯৯৭ অনুযায়ী প্রধানত নিম্নবর্ণিত যন্ত্রপাতি ও বিকিরণ উৎস আমদানির জন্য আমদানি পারমিট গ্রহণ এবং পরিচালনার জন্য ব্যবহারিক লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলকঃ
  • মেডিকেল সাইক্লোট্রন
  • লিনিয়ার এক্সিলারেটর
  • কোবাল্ট-৬০ টেলিথেরাপি
  • পেট-সিটি, স্পেক্ট, স্পেক্ট-সিটি
  • ওয়েল লগিং ইকুইপমেন্ট
  • নিউক্লিয়ার গেজ
  • গামা রেডিওগ্রাফি প্রজেক্টর
  • ইন্ডাস্ট্রিয়াল এক্স-রে
  • ডায়াগনস্টিক এক্স-রে, পোর্টেবল, সিটি, সি-আর্ম, ডেন্টাল, ওপিজি
  • কন্টেইনার স্ক্যানার, লাগেজ স্ক্যানার
  • ই সি ডি, এক্স আর এফ, এক্স আর ডি
  • তেজস্ক্রিয় উৎস (Co-60, Cs-137, Kr-85, Ir-192, I-131 ইত্যাদি)

 

বিকিরণ পরিমাপক ও অন্যান্য সরঞ্জামঃ

বিকিরণ স্থাপনা পরিদর্শন, বিকিরণ মাত্রা পরিমাপ এবং কোন দুর্ঘটনা বা জরুরী অবস্থায় বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করা হয়।

 

সাম্প্রতিক কার্যক্রমঃ

১৯ এপ্রিল ২০১৮। ক্যান্সার সেন্টার, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকার বিকিরণ স্থাপনা পরিদর্শন।

 

৩০ ডিসেম্বর ২০১৭। চট্টগ্রাম সমুদ্রবন্দরে অবস্থিত কাস্টম হাউজে আটককৃত NORM সমৃদ্ধ কন্টেইনার এর নিয়ন্ত্রণমূলক পরিদর্শন।

 

১২ নভেম্বর ২০১৬। চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত Ship Breaking Yard এ পুরাতন তেল ট্যাঙ্কার এর স্লাজে Radiological Contamination পর্যবেক্ষণ।

 

 

ধারাবাহিক অর্জনঃ

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা (বিপবনি) বিভাগের অধিন দেশব্যাপী বিকিরণ স্থাপণাসমূহের অনুকুলে প্রদানকৃত লাইসেন্স, পারমিট, অনাপত্তিপত্র এবং সম্পাদিত পরিদর্শন কার্যক্রমের ধারাবাহিক চিত্র।

 

 

যোগাযোগঃ

পরিচালক

বিকিরণ, পরিবহন ও বর্জ্য নিরাপত্তা (বিপবনি) বিভাগ

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

ই-১২/এ, আগরগাঁও, পোষ্ট বক্স নং- ২৪০, ঢাকা- ১২০৭

ফোন: +৮৮০২৮১৮১১৫৫

ই-মেইল: meherun_nahar@yahoo.com