মাহমুদুল হাসান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০২ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) এর চেয়ারম্যান পদে নিয়োগ প্রাপ্ত হন। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান এর মহাপরিচালক হিসেবে যথেষ্ট অবদান রেখেছেন এবং ২০১৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত-বিজ্ঞান) হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।
মাহমুদুল হাসান ১৯৫৬ সালে খুলনা বিভাগের বাগেরহাট জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সেকেন্দার আলী অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত ছিলেন। মাহমুদুল হাসান ১৪ মে, ১৯৮২ সালে সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান এর ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স এ যোগদান করেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স এর চীফ সায়েন্টিফিক অফিসার ও পরিচালক হিসেবে অত্র ইনস্টিটিউট এ দায়িত্ব পালন করেন।
মাহমুদুল হাসান, চেয়ারম্যান, বাপশনিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক্স এর উপর স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থা (আইএইএ) ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত ফেলোশিপ-এর মাধ্যমে আমেরিকা, ইংল্যান্ড, শ্রীলংকা, জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড, স্লোভানিয়া, বেলারুশ, ভিয়েতনাম, ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশী ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৫ টিরও বেশী গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সায়েন্টিফিক সংগঠন “বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী পরিষদ (বায়েসা)” এর “সভাপতি” হিসেবে দায়িত্ব পালন করেন।